LYRIC
Ami Ekjon Santosistho Lyrics | আমি একজন শান্তশিষ্ট
AMI EKJON SANTOSISTHO lyrics in Bengali from the movie Ogo Bodhu Shundori. Filmstar: UTTAM KUMAR,MAUSUMI CHATTERJEE,RANJIT MULLICK,SABITRI CHATTERJEE,. The song আমি একজন শান্তশিষ্ট is sung by KISHORE KUMAR . Lyrics penned by BIBHUTI MUKHERJEE and music composed by BAPPI LAHIRI.Music Label: INRECO Entertainment Pvt Ltd (on behalf of Inreco)
Song :- AMI EKJON SANTOSISTHO
(আমি একজন শান্তশিষ্ট)
Movie :- OGO BODHU SUNDARI
Singer :- KISHORE KUMAR
Lyrics :- BIBHUTI MUKHERJEE
Music : BAPPI LAHIRI
Director :SALIL DUTTA,
Label : Echo Entertainment Pvt Ltd
[ez-toc]
See the music video on the YouTube channel for your reference
Ami Ekjon Santosistho Lyrics in Bengali:
বুঝলে,বুঝলে অবলাকান্ত
আমি একজন শান্ত শিষ্ট,
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
আমি একজন শান্ত শিষ্ট,
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
একটি নিয়েই গলদঘর্ম,
due part তে নেইকো লোভ
একটি নিয়েই গলদঘর্ম,
due part তে নেইকো লোভ
আমি একজন শান্ত শিষ্ট,
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
তোমরা প্রেমে পড়তে পারো
ওদের চলন বলন দেখে
আঁকা ভুরুর বাঁকা ধনু
পারে তোমার মুন্ডু খেতে
আমি জানি আসলটা কি
কোনটা ফাঁকি কোনটা মেকী
তুমি চেষ্টা করেও বুঝবেনা তা
আইবুড়ো তো হাজার হোক
কি অবলাকান্ত ?
আমি একজন শান্ত শিষ্ট,
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
‘স্ত্রী’ শব্দটি ছোট হলেও,
অতিশয় দুর্বোধ্য
‘স্ত্রী’ শব্দটি ছোট হলেও,
অতিশয় দুর্বোধ্য
কাঁচা মিঠে থাকেন তারা
যখন আসেন সদ্য
তারপরে তে ক্রমে ক্রমে
আসর যত উঠে জমে
প্রিয়া তখন গিন্নী হয়ে
কাঁপিয়ে তোলেন ব্রহ্মলোক
সেই রসে যে মজেছে ভায়া
সে বেলতলা তে আর যাবেনা
যতই কেন ইচ্ছে হোক
বুঝলে, বুঝলে বাবা অবলাকান্ত !
সে বেলতলা তে আর যাবে না
যতই কেন ইচ্ছে হোক
হ্যাঁ হ্যাঁ।
আমি একজন শান্ত শিষ্ট,
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
একটি নিয়েই গলদঘর্ম,
due part তে নেইকো লোভ
একটি নিয়েই গলদঘর্ম,
due part তে নেইকো লোভ
আমি একজন শান্ত শিষ্ট,
পত্মী নিষ্ঠ ভদ্রলোক
বুঝলে বাবা
ওরে বাবা বোঝ বোঝ….
Ami Ekjon Santosistho Lyrics in English
Bujhle ,Bujhle Abolakanta
Ami Akjon Shantoshishto
Potni Nishto Bhodrolok
Ami Akjon Shantoshishto
Potni Nishto Bhodrolok
Ekti Niyei Golodghormo
Due Part Te Neiko Lov
Ekti Niyei Golodghormo
Due Part Te Neiko Lov
Ami Akjon Shantoshishto
Potni Nishto Bhodrolok
Tomra Prem E Porte Paro
Oder Cholon Bolon Dekhe
Aka Bhurur Baka Dhonu
Pare Tomar Mundu Khete
Ami Jaani Ashol Ta Ki
Konta Faaki Konta Meki
Tumi Cheshta Koreo Bujhbena Taa
Ai Buro Ta Hajar Hok
Ki Abolakanto?
Ami Akjon Shantoshishto
Potni Nishto Bhodrolok
Stri Shobdo Ti Choto Holeo
Otishoy Durboddho
Stri Shobdo Ti Choto Holeo
Otishoy Durboddho
Kacha Mithe Thaken Taara
Jokhon Ashen Shoddo
Tarporete Krome Krome
Ashor Joto Uthe Jome
Priya Tokhon Ginni Hoye
Kapiye Tulen Brommolok
Shei Roshe Je Mojeche Bhaya
She Bel Tolaate Aar Jabena
Jotoi Kano Icche Hok
Bujhle Bujhle Baba Obolakanto
Se Bel Tolaate Aar Jabena
Jotoi Kano Icche Hok
Ha Ha..
Ami Akjon Shantoshishto
Potni Nishto Bhodrolok
Ekti Niyei Golok Dhormo
Ami Akjon Shantoshishto
Potni Nishto Bhodrolok
Ekti Niyei Golodghormo
Due Part Te Neiko Lov
Ekti Niyei Golodghormo
Due Part Te Neiko Lov
Ami Akjon Shantoshishto
Potni Nishto Bhodrolok
Bujhle Baba
Ore Baba Bojho Bojho
Ami Ekjon Santosistho Lyrics Movie Information
ওগো বধূ সুন্দরী হল একটি বাংলা কমেডি চলচ্চিত্র। এই ছবিটি পরিচালনা করেন সলিল দত্ত। এই ছবিটি মহানায়ক উত্তম কুমারের সর্বশেষ ছবি। ছবিটিতে অভিনয় অসমাপ্ত রেখেই তার মৃত্যু ঘটেছিল। ছবির শেষাংশে “ও ড্যাডি, ও মাম্মি” গানের দৃশ্যায়নের সময় প্রবীর কুমার উত্তম কুমারের ‘বডি ডবল’ হিসেবে কাজ করেন। উত্তম কুমারের ছোটোভাই তরুণ কুমারের কণ্ঠস্বর ডাবিংএর সময় ব্যবহৃত হয়।
ওগো বধূ সুন্দরী ছবিতে সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। ছবিটি জর্জ বার্নার্ড শ-এর পিগম্যালিয়ন নাটক অবলম্বনে নির্মিত হয়। যদিও চলচ্চিত্রায়নের ক্ষেত্রে প্রধানত জনপ্রিয় ব্রিটিশ মিউজিক্যাল মাই ফেয়ার লেডি ছবিটির ছায়া অবলম্বন করা হয়।
ওগো বধূ সুন্দরী ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল।
Ogo Bodhu Sundari Movie cast
উত্তম কুমার – গগন সেন ,মৌসুমী চট্টোপাধ্যায় – সাবিত্রী ,সন্তোষ দত্ত – অবলাকান্ত, ,সুমিত্রা মুখোপাধ্যায় – চিত্রা সেন , রঞ্জিত মল্লিক – সন্দীপ ,বিকাশ রায় – সন্দীপ ও চিত্রার দাদু , মীনাক্ষী গোস্বামী – লোলা , হারাধন বন্দ্যোপাধ্যায় – লোলা বোসের স্বামী
Ogo Bodhu Sundari Movie Soundtrack
১. “এই তো জীবন” – কিশোর কুমার
২. “ও ড্যাডি, ও মাম্মি” সমবেত কণ্ঠে
৩. “এই ডুগ ডুগ” আশা ভোঁসলে
৪. “মালবিকা, অনামিকা” বাপ্পী লাহিড়ী
৫. “শিখতে তোমায় হবেই” কিশোর কুমার
৬. “আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক” কিশোর কুমার
৭. “নারী চরিত্র” কিশোর কুমার
৮. “তুই যত ফুল” আশা ভোঁসলে
Related Question Of this Song
1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?
[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]
Comments are off this post