LYRIC

Amay Prashna Kare Lyrics | আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

Song: Amay Prashna Kare Neel Dhrubatara
আমায় প্রশ্ন করে নীল ধ্রবতারা
Artiste: Hemanta Mukherjee
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
 Label :: Saregama India Ltd



Amay Prashna Kare Neel Dhrubatara Lyrics in bengali :

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা
এ জীবন সারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমিহারা
আমি তুমিহারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে
আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে,না বুঝে তা বোঝে
আমার চতুর্পাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা
গতিহীন ধারা

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা

 

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!