LYRIC

Amar Swapna Tumi Ogo Lyrics| আমার স্বপ্ন তুমি

Amar Swapna Tumi Ogo
আমার স্বপ্ন তুমি
Artiste: Kishore Kumar/Asha Bhosle
Music Director: Shyamal Mitra
Lyricist: Gauriprasanna Mazumder
Film: Ananda Ashram



Amar Swapna Tumi Ogo Lyrics in Bengali:

আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী
আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী

তুমি সূর্য ওঠা ভোর আমার
আর তারায় ভরা রাতি

আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী

send whats app without no

আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি
স্নিগ্ধ মেঘের মায়া

তোমায় কাছে পেয়ে
পৃথিবী তে কে আর সুখী
বলো আমার চেয়ে

আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি
স্নিগ্ধ মেঘের মায়া

তোমায় কাছে পেয়ে
পৃথিবী তে কে আর সুখী
বলো আমার চেয়ে
তোমায় কাছে পেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও
ঝড়ের মুখে বাতি…..

আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী

তুমি ছেড়োনা হাত পথে
যদি আঁধার আসেই নেমে

গ্রহণ যত করো আমায়
ততোই বাঁধো প্রেমে
তুমি ছেড়োনা হাত পথে
যদি আঁধার আসেই নেমে

গ্রহণ যত করো আমায়
ততোই বাঁধো প্রেমে

পাশেই আমার থাকো
জীবন টাকে শান্তি দিয়ে
সবুজ করে রাখো
পাশেই আমার থাকো
তোমার পূজার দুঃখ সুখের
প্রেমের মালা গাঁথি
আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী

তুমি সূর্য ওঠা ভোর আমার
আর তারায় ভরা রাতি
হুহু …হুহু ….হু……….

 

Comments are off this post

    error: Content is protected !!