LYRIC
Amar Raat Pohalo Lyrics | আমার রাত পোহালো শারদ প্রাতে
গীতিকার : রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকার : রবীন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেন -কিশোর কুমার
Amar Raat Pohalo Lyrics : –
আমার রাত পোহাল….., শারদ প্রাতে
আমার রাত পোহাল
বাঁশি…. ,বাঁশি…, তোমায় দিয়ে যাবো কাহার হাতে
আমার রাত পোহালো।
তোমার বুকে বাজলো….. ধ্বনি
বিদায়গাঁথা, আগমনী কত যে
তোমার বুকে বাজলো….. ধ্বনি
বিদায়গাঁথা, আগমনী কত যে
ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে,
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো।
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে, অগোচরে।
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে, অগোচরে।
সময় যে তার হল…. গত
নিশি শেষের তারার মতো, হল গত
সময় যে তার হল…. গত
নিশি শেষের তারার মতো, হল গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ সাথে,
আমার রাত পোহাল, শারদ প্রাতে
আমার রাত পোহাল।
Comments are off this post