LYRIC

Amar Kontho Hote Lyrics | আমার কণ্ঠ হতে গান

Song – Aamar Kontho Hote
আমার কণ্ঠ হতে গান
Lyrics : Rabindranath Tagore
Album – Raager Aaloy Robi (II)
Vocals – Jayati Chakraborty
Music Composition – Prattyush Banerjee 
Rhythm – Joydeb Nandy
Label : Asha Audio


Amar Kontho Hote Lyrics in Bengali :
আমার কণ্ঠ হতে গান কে নিল নিল ভুলায়ে
আমার কণ্ঠ হতে
সে যে বাসা বাঁধে নীরব মনের
সে যে বাসা বাঁধে নীরব মনের
মনের কুলায়ে….
আমার কণ্ঠ হতে গান কে নিল
নিল ভুলায়ে, আমার কণ্ঠ হতে
মেঘের দিনে শ্রাবণ মাসে
যূথীবনের দীর্ঘশ্বাসে
আমার  প্রাণে সে দেয় পাখার ছায়া
আমার প্রাণে সে দেয় পাখার ছায়া
ছায়া বুলায়ে ,আমার কণ্ঠ হতে গান কে নিল
নিল ভুলায়ে
আমার কণ্ঠ হতে…
যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে
যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে
গভীর রাতে কী সুর লাগায়
আধো ঘুমে  আধো জাগায়
আমার স্বপন মাঝে
দেয় যে কে দোল
আমার স্বপন মাঝে
দেয় যে কে দোল
কে দোল দুলায়ে, আমার কণ্ঠ হতে গান কে নিল
নিল ভুলায়ে……
আমার কণ্ঠ হতে

সে যে বাসা বাঁধে নীরব মনের
সে যে বাসা বাঁধে নীরব মনের
মনের কুলায়ে….
আমার কণ্ঠ হতে গান কে নিল
নিল ভুলায়ে, আমার কণ্ঠ হতে
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!