LYRIC
Akasher Chand Lyrics | আকাশের চাঁদ মাটির বুকেতে
Song: Akasher Chand
আকাশের চাঁদ মাটির বুকেতে
Album: Gurudakhina
Singer: Asha Bhosle
Music: Bappi Lahiri
Lyrics: Bhabesh Kundu
Label: MAYUR CASSETTES (Gathani)
Akasher Chand Lyrics in Bengali :
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনার রঙ ধরে
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনার রঙ ধরে
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে
লালালালা লা…লালালালা লা…লালা লালা লা…
লালালা .. লালালা…..লালালা
কালো মেঘ আজ, আকাশ ছেয়েছে
চাঁদটা গিয়েছে ঢেকে….
দেখা দাও তুমি, হাসি মুখ নিয়ে
আঁধার কালিমা থেকে…
রজনীগন্ধার মধুর সুবাসে
দাওনা এ মন ভরে……
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনা রঙ ধরে
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে
লালালালা লা…লালালালা লা…লালা লালা লা…
লালালা .. লালালা…..লালালা
মোর জীবনে দুঃখের ভার
চাইনা তোমায় দিতে উপহার,
তোমার সুরের সাগর কূলে
দু হাতে দেবো যে অঞ্জলী তুলে
তোমার স্মৃতিতে এ মন আমার
আছে …যে ভরে..
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনা রং ধরে
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে
লালালালা লা…লালালালা লা…লালা লালা লা…
লালালা .. লালালা…..লালালা
Comments are off this post