LYRIC

Aay Khuku Aay Lyrics | আয় খুকু আয়

Song: Aay Khuku Aay (Kate Na Samoy)
আয় খুকু আয়
Artiste : Hemanta Mukherjee & Sravanti Mazumder Music
Director : V Balsara Lyricist : Pulak Banerjee
শিল্পীঃ শ্রাবন্তী মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ ভি বালসারা
গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়



Aay Khuku Aay Lyrics In Bengali :

কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না
জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবর মত কেউ বলে না
আয় খুকু আয় , আয় খুকু আয়

আয় খুকু আয় আয় খুকু আয়
আয়রে আমার সাথে গান গেয়ে যা
নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভাল লাগবে না তোর
পিয়ানোয় বসে তুই বাজাবিরে….
আয় খুকু আয় ,আয় খুকু আয় ।

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়
আয় খুকু আয়,(আয় খুকু আয়) আয় খুকু আয়…..
(আয় খুকু আয়)

send whats app without no

আয় খুকু আয় ,আয় খুকু আয়
আয়রে আমার সাথে আয় এখনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাছ থেকে নেনা তুই আমায় কেড়ে
আয় খুকু আয়, আয় খুকু আয়…..

দোকানে যখন আসি সাজবো বলে
খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়
আরশিতে যখনই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয়,(আয় খুকু আয়) আয় খুকু আয়…..
(আয় খুকু আয়)

আয় খুকু আয় আয় খুকু আয়
আয়রে আমার কাছে আয় মামনি
সবার আগে আমি দেখি তোকে
দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয় ,খুকু আয় খুকু আয়

ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়
আয় খুকু আয় ,আয় খুকু আয়…..

আয় খুকু আয় ,আয় খুকু আয়
আয়রে আমার পাশে আয় মামনি
এ হাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয় ,আয় খুকু আয়
আয় খুকু আয় ,আয় খুকু আয়
আয় খুকু আয়, আয় খুকু আয়

 

 

Comments are off this post

    error: Content is protected !!