LYRIC
Aakash Pradip Jwale Lyrics | আকাশ প্রদীপ জ্বলে
Song: Aakash Pradip Jwale
আকাশ প্রদীপ জ্বলে
Artist: Lata Mangeshkar
Music Director: Satinath Mukherjee
Lyricist: Pabitra Mitra
Aakash Pradip Jwale Lyrics in Bengali :
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে
আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে আকুল আশার খেয়া বেয়ে…
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে…
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে..
কত কাল আর কত কাল
এই পথচলা ও..গো চলবে
কত রাত এই হিয়া…
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখিজল ঝরবে
কোন রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখিজল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে..
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে
Comments are off this post