LYRIC

Aaj Theke Aar Bhalobasar Lyrics | আজ থেকে আর ভালোবাসার


Song – Aaj Theke Aar Bhalobasar

আজ থেকে আর ভালোবাসার
Artiste : Kishore Kumar
Lyricist : Mukul Dutta
Composer : Basu Monohari



Aaj Theke Aar Bhalobasar Lyrics in Bengali :

আজ থেকে আর ভালোবাসার ..
নাম নেব না আমি
জেনো, আজ থেকে আর ভালোবাসার
নাম নেব না আমি

তারে দিয়েছিলাম, যা কিছু
তারে দিয়েছিলাম ,যা কিছু তা আমার চেয়ে দামী…..
নাম নেব না আমি

send whats app without no

আপন ভেবে যারে আমি দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে সে আমার আপনজন
আপন ভেবে যারে আমি দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে সে আমার আপনজন

হেরে গেলাম শেষে দেখি আমার কাছে আমি….
নাম নেব না আমি

জেনো, আজ থেকে আর ভালোবাসার
নাম নেব না আমি

তোমার যাওয়ার পথে আমার ফাগুন চলে যায়….
নিভে যাওয়া আলোর বুকে সে আগুন রয়ে যায়
কেমন করে তোমার কথা ভুলে যাব…. আমি
নাম নেব না আমি

জেনো, আজ থেকে আর ভালোবাসার
নাম নেব না আমি

Comments are off this post

    error: Content is protected !!