LYRIC
Aaj Khela Bhangar Khela Lyrics | আজ খেলা ভাঙার খেলা
গীতিকার : রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকার : রবীন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেন -কিশোর কুমার
Aaj Khela Bhangar Khela Lyrics in Bengali :-
আজ খেলা ভাঙার খেলা ….
আজ খেলা ভাঙার খেলা
খেলবি আয়,আয় আয় আয় আয়
খেলা ভাঙার খেলা
সুখের বাসা ভেঙে ,সুখের বাসা ভেঙে
ফেলবি আয়,আয় আয় আয় আয়
খেলা ভাঙার খেলা
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
উধাও মনের আহা …
উধাও মনের পাখা
মেলবি আয়,আয় আয় আয় আয়
খেলা ভাঙার খেলা
অস্তগিরির ওই শিখরচূড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
অস্তগিরির ওই শিখরচূড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
কালবৈশাখীর হবে যে-নাচন,
সাথে নাচুক তোর মরণ বাঁচন,
হাসি কাঁদন আহা …
হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়
আয় আয় আয় আয়
খেলা ভাঙার খেলা
Notation
- Aaj Khela Bhangar Khela
Comments are off this post