LYRIC
Aaj Hridaye Bhalobese Lyrics | আজ হৃদয়ে ভালোবেসে
Song: Aaj Hridaye Bhalobese
আজ হৃদয়ে ভালোবেসে Artiste: Kishore Kumar/Lata Mangeshkar
Music Director: S.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Film: Aradhana
Aaj Hridaye Bhalobese Lyrics in Bengali :
এহে….. এহে……. আহা, হুম ..হু্ম ,হুম ..হু্ম আহা………
আহা………হা… হা….. আহা …..হুম ..হু্ম
আজ হৃদয়ে ভালোবেসে ,বেসে… বেসে….
লিখে দিলে নাম তুমি এসে,এসে…এসে….
আজ হৃদয়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে নদী মেশে
ভরে দিলে মন তুমি এসে
শেষ না হয় আবেশ মন সেই তো চায়
নিশিদিন স্বপ্ন মোর দেখে শুধুই যায়
শেষ না হয় আবেশ মন সেই তো চায়….
নিশিদিন স্বপ্ন মোর দেখে শুধুই যায়
নয়ন চায় যারে পায় তারে এ আঁধারে
শোনো জীবনে বধূর বেশে লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে নদী মেশে… ভরে দিলে মন তুমি এসে
কতো যে আলো ভরা সুদূর গগনে…
আজ এলে কাছে ওগো এ শুভ লগনে
কতো যে আলো ভরা সুদূর গগনে
আজ এলে কাছে ওগো এ শুভ লগনে
সুর যে ডাকে অনুরাগে দোলা লাগে…..
যায় দূরে মোর এ মন ভেসে
ময়ূরপঙ্খীতে যে দূর দেশে
আজ হৃদয়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি এসে
মিলন পিয়াসে চেয়েছি ও মন যে
সে তো মোর সাধনাতে পেয়েছি ও মন যে
হো….মিলন পিয়াসে চেয়েছি ও মন যে
সে তো মোর সাধনাতে পেয়েছি ও মন যে
আঁখি আঁখি পাতে মধুরাতে একসাথে
ডেকে নাও কাছে তুমি হেসে .. মন নাও আরো কাছে এসে
আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে
আ আ আ আ …….
হোহো……….
আ আ আ আ……..
।
Comments are off this post