LYRIC

মুড়ির টিন | Murir Tin Lyrics

Murir Tin song from Coke Studio Bangla Season 2. The singer of Murir Tin is Riad Hasan, Pollob Vai, Towfique Ahmed, Rubayat Rehman, Jannatul Firdous Akbar, Shanila Islam, and Shuvendu Das Shuvo. Murir Tin Lyrics are written by Riad Hasan, Pollob Vai, and Towfique Ahmed. Music is given by Shuvendu Das Shuvo. Coke Studio Bangla  Release মুড়ির টিন | Murir Tin on Coke Studio Bangla  Youtube Channel on 14 Feb 2023 .মুড়ির টিন| Murir Tin Lyrics | Coke Studio Bangla | Season 2 | Riad X Pollob X Towfique

Song :  Murir Tin
গান :  মুড়ির টিন
Singer:  Riad Hasan, Pollob Vai, Towfique Ahmed,
Rubayat Rehman, Jannatul Firdous Akbar, Shanila Islam, Shuvendu Das Shuvo

 Music :  Shuvendu Das Shuvo
Lyricist :  Riad Hasan, Pollob Vai (Sylheti Rap), Towfique Ahmed (Khulna Rap)

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference 


For Karaoke don’t hesitate to get in touch with Us And Mention Song Name

Murir Tin  lyrics in Bengali with Meaning

হালুগাডত্তুন ছাইজ্জি গারি লৈ আল্লার নাম
(কালুরঘাট থেকে ছাড়ছে গাড়ি নিয়ে আল্লাহর নাম)

একগন্টা ফার ঐগেইয়্যে আইযু বদ্দারাট ন’আইলাম
(এক ঘণ্টা পার হয়ে গেল তবু বহদ্দারহাট না আসলাম)

কুরোর ডইল্ল্যে যুরি যুরি চলের গারিগান
(মুরগীর মত ঝিমাইতে ঝিমাইতে চলছে গাড়িখান)

ডাইবারত্ত্যেঁ সুইৎ-বুইৎ নাই যাত্রী ফ্যারেশান।
(ড্রাইভারের ভাই কোন হুশ নাই যাত্রী পেরেশান)

ওরে ঠিয়েই ঠিয়েই মানুষ লহর গায়ে গায়ে লাগা
(ঠেসে-ঠুসে যাত্রী নিচ্ছে, গায়ে গায়ে লাগা)

দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাঁং রাহিবের জাগা
(দুই সিটের মাঝখানে নাইরে পা রাখার জায়গা)
(There’s simply no leg space between these rows)

হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
(চাচায় কাশে খুক্কুর খুক্কুর সিনায় লাগছে টান)

ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান।
(পিছের সিটে বইসা বইসা লিখতেছি এই গান!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন (কালুরঘ্যাইটা মুড়ির টিন)
(Murir Tin (Old rusty local bus) from Kalurghaat!)

বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
(বহদ্দারহাট-চকবাজার-আন্দরকিল্লা-নিউমার্কেট)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

আইয়ু আইয়ু আইয়ুনা বাই, দুঁউর দ্য না!
(আসেন আসেন, আরে ভাই দৌড়ায়ে উঠেন!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

দুরু বাই বাংতি টিয়া লনা বাই!
(ধুর ভাই! ভাংতি টাকা দেন না!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

আগে বারো ওস্তাদ
(আগে বারো ওস্তাদ)

রাস্তার ও বাই মা-বাফ নাই হতঅন ফর্ ফর্ গাঁতা
(রাস্তার তো ভাই মা-বাপ নাই কিছুদূর পর পর ভাঙ্গা)

গাঁতাৎ ফৈল্ল্যে উল্ডি আইয়্যে হইলযে-গুইলদে-মাতা
(গর্তে পড়লে উল্টায়ে আসে কইলজা – গুর্দা – মাথা!)

যেন্ডে-এঁন্ডে ব্যারেক্ গরে সকেট্-যাম্পার নাই
(যেখানে সেখানে ব্রেক করে সকেট-জাম্পার নাই)

ব্যারেকর ছুডে গারির বুতুরে মানুষে বারি হায়
(ব্রেকের চোটে গাড়ির ভিতরে মানুষে বাড়ি খায়!)

হদুউন মানুষ ফিছে হালি রাহি সাম্মে আইয়েনে মরে
(আরে কিছু মানুষ আছে পিছে রাইখা খালি সামনে আইসা বসে)

আর হদুউনে উডি মইষুর ডইল্যে চাইট্যে-চাইট্টি গরে
(আর কিছু উঠে মহিষের মত গড়াগড়ি করে)

হাক্কু গাইল দের “ওডো ডাইবার তিঁয়্যেই ন’তাইস্ টান !”
(চাচায় গালি দেয় ‘ওরে ড্রাইভার দাঁড়াইয়ে না থাইকা টান”)

ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান।
(পিছের সিটে বইসা বইসা লিখতেছি এই গান!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
(বদ্দারহাট-চকবাজার-আন্দরকিল্লা-নিউমার্কেট)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

দুরু বাই গা বুতুরে কা আইস্তে লাইগ্যু!
(ধুর ভাই গায়ের উপড়ে আসেন ক্যান!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

ফিছে য’না বাই ফিছে হালি ত!
(পিছে যান না, পিছে তো খালি!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

ওস্তাদ ডাইনে ফ্যালাষ্টিক্, ডাইনে ফ্যালাষ্টিক্!
(ওস্তাদ ডাইনে প্লাস্টিক, ডাইনে প্লাস্টিক!)

কেউ উঠে কেউ নামে, কেউ ঘুরে, কেউ কামে!
(কেউ উঠে কেউ নামে, কেউ ঘুরে, কেউ কামে!)

বাস থামে, কেউ ঢুকে চামে দিয়া বামে!
(বাস থামে, কেউ ঢুকে চামে দিয়া বামে!)

সিট খালি নাই, কেনে দেও গালি ভাই?
(সিট খালি নাই, কেনে দেও গালি ভাই?)

আইও আমার কুলো বইযাও, যাইবায় আধা দামে!
(আসো আমার কোলে বসো, যাইবা অর্ধেক দামে!)

চাচা স্যরি! ১ হাত লাম্বা দাড়ি
(চাচা সরি! ১ হাত লম্বা দাড়ি)

পাও পারা মারি দিসি, দিসো ঝাড়ি
(পায়ে পাড়া মাইরা দিসি, দিসো ঝাড়ি)

সিলেট আমার বাড়ি, বাদ দিলাও রে বা
(সিলেট আমার বাড়ি, বাকি সব বাদ দাও!)

তুমারেও তো দেখতে লাগের মৌলভীবাজারী!
(তোমারেও তো দেখতে লাগে মৌলভীবাজারী!)

ঢুকিজিবায় গাতোর তলে, ভুল বাসো উঠিগেলে
(ঢুকে যাবা গর্তের তলে, ভুল বাসে উইঠা গেলে)

স্টিয়ারিং কেউর হাতো দিলে, জীবন লইয়া গুটি খেলে
(স্টিয়ারিং কারো হাতে দিলে, জীবন নিয়া গুটি খেলে)

সাইডোর প্যাসেঞ্জারে পান খাওয়াইয়া ফুটিগেলে
(সাইডের প্যাসেঞ্জারে পান খাওয়াইয়া ফুইটা গেলে)

ব্রেইক ফেইল মারি ডুবিজিবায় সুরমার জলে!
(ব্রেইক ফেইল মাইরা ডুইবা যাইবা সুরমার জলে!)

উস্তাদ সাবধানে যাও, সাইডে প্লাস্টিক
(উস্তাদ সাবধানে যাও, সাইডে প্লাস্টিক)

মাইনষের জীবন এক মুড়ির টিন, সো ফ্যান্টাসটিক!
(মানুষের জীবন এক মুড়ির টিন, সো ফ্যান্টাসটিক!)

যাত্রার মাঝ পথো বিরতি? কে জানে নিয়তি!
(যাত্রার মাঝ পথে বিরতি? কে জানে নিয়তি!)

টান দিলে মাস্তি, উল্টিলে শাস্তি!
(টান দিলে মাস্তি, উল্টাইলে শাস্তি!)

যাত্রী উডের-লামের চলের, লক্কর-ঝক্কর গাড়ি
(যাত্রী উঠছে-নামছে-চলছে, লক্কর-ঝক্কর গাড়ি)

খন চিবেদি বুডুর গরি দিবু ফকেট মারি
(কোন ফাঁকে যে হঠাৎ করে, দিবে পকেট মারি)

হ্যাল্পাঅর লই হইজ্যে চলের বাংতি টিয়া লই
(হেলপারের সাথে ঝগড়া চলছে ভাংতি টাকা নিয়ে)

উন্দি ছ গই ভারা ন’দি লামি গেইয়্যে গই
(ঐ দিকে একজন নেমে গেল ভাড়া না দিয়ে!)

কত ডইল্যে মানুষ উডে, কত ডইল্যে তাল
(কত রকম মানুষ উঠে, কত রকম তাল)

কেই বৈ থাকে নমাতি আর কেই মারে গাল
(কেউ থাকে চুপচাপ বসে, কেউ মারে গাল (“গাল মারা” অর্থ গুলবাজি/ফাঁকা বুলি))

হাক্কু গাইল দের “ওডো ডাইবার তিঁয়্যেই ন’তাইস্ টান !”
(চাচায় গালি দেয় ‘ওরে ড্রাইভার দাঁড়িয়ে না থাইকা টান”)

ফিছুর সিডুৎ বৈ বৈএনে লেহির এই গান।
(পিছের সিটে বইসা বইসা লিখতেছি এই গান!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
(বহদ্দারহাট-চকবাজার-আন্দরকিল্লা-নিউমার্কেট)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

কিরে ভারা আর হ’বার তুয়াইতাম !
(আরে আর কয়বার ভাড়া খুঁজতে হবে!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

অবাজি ফাডা ছিরে টিইয়ে লইতেন্য !
(ভাই ফাটা ছেঁড়া নোট নিব না!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন

ছাই লেডিস ছিট ছারি দ’না ভাই! ছারি দ’না
(দেখি লেডিস ছাড়েন ভাই! আরে ছাড়েন না!)

এ ভাইডি গাড়িতি কিডা কিডা ওঠলো হিসাব ঠিকঠাক রাহিস কলাম
(ভাই গাড়িতে কে কে উঠলো হিসাব ঠিকঠাক রাখিস কিন্তু,)

চুইঝাল গোস খাইয়ে আইসি ঢ্যাকা কাহা ওঠসে সিরাম
(চুইঝালের গোসত খেয়ে এসেছি ঢেকুর কিন্তু উঠছে সেইরকম,)

ভাড়াভুড়ো না দে কেউ নামতি না পারে দেহিস
(ভাড়া না দিয়ে কেউ যেনো নামতে না পারে দেখিস,)

ফকু দে গেলি দাবড়ায় নামায় দিস
(ফাঁকি দিয়ে যেতে চাইলে ধাওয়া দিয়ে নামিয়ে দিস)

জোরে টাইনে গেলি ওক্কাহা আসতে
(জোরে চালিয়ে গেলে বলে ও চাচা আস্তে,)

মোটামুটি গতি দিলি পাইলট ঝিমোসসে;
(মোটামুটি গতিতে গেলে বলে পাইলট ঝিমাচ্ছে,)

তালি যাবো কিরোম ওরে উইড়ে উইড়ে?
(তাহলে যাবো কেমন করে উড়ে উড়ে?)

ফুলতলাত্তে সোনাপোতা ঘুইরে ঘুইরে?
(ফুলতলা থেকে সোনাপোতা ঘুরে ঘুরে?)

নাতি খাতি বেলা যায় শুতি পারিনা-
(গোসল-খাওয়ায় সময় যায় শুতে পারিনা,)

স্টেরিং এ বসলি পরে উঠতি পারিনা-
(স্টেয়ারিং এ একবার বসলে উঠতে পারিনা,)

রাস্তাডা ভাংগাভুংগো – যাত্রীগে তাড়াহুড়ো,
(রাস্তাটা ভাঙ্গা, যাত্রীদের তাড়াহুড়ো,)

ছলফলগে হুড়োহুড়ি নিতি পারিনা!
(ছেলেমেয়েদের হুড়োহুড়ি নিতে পারিনা!)

গাড়ি কহনও জিরোয় না তাড়াতাড়ি চলতিসে
(গাড়ি কখনও থামেনা তাড়াতাড়ি চলছে,)

কিলাস চাইপে ধইরে ধইরে চাইর ঠ্যাং ঘুরতিসে,
(ক্লাজ চেপে ধরে চার চাকা ঘুরছে,)

কুয়ানতে কুয়ানে কোন তালে যাচ্ছে?
(কোত্থেকে কোথায় কোন তালে যাচ্ছে)

নাইচে কুইদে ঠেইলে ঠুইলে বেতালে দোড়োচ্ছে!
(নেচে নেচে ঠেলে ঠেলে বেতালে দৌড়াচ্ছে)

ওরে ঠিয়েই ঠিয়েই মানুষ লর গায়ে গায়ে লাগা
(ঠেসে-ঠুসে যাত্রী নিচ্ছে, গায়ে গায়ে লাগা)

দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাঁং রাহিবের জাগা
(দুই সিটের মাঝখানে নাইরে পা রাখার জায়গা)

হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
(চাচায় কাশে খুক্কুর খুক্কুর সিনায় লাগছে টান)

ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান।
(পিছের সিটে বইসা বইসা লিখতেছি এই গান!)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

এ লেডিস উঠতেছে ঠিকঠাক বসাইস
(এ লেডিস উঠতেছে ঠিকঠাক বসাইস)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

আরে ভাই আপনে ব্যাটা মানুষ লেডিস সিটে বইলা খ্যানে
(আরে ভাই আপনে ব্যাটা মানুষ লেডিস সিটে বসলেন কেন)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

টাহা-টুহা ঠিকঠাক নিস এই
(টাকাটুকা ঠিকঠাক নিস এই)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

আপনার কিউর হাফ ভাড়ারে ভাই, আপনি তো বুরাইচ্চা
(আপনার কিসের হাফ ভাড়া, আপনি তো বুড়া ব্যাটা)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
(বদ্দারহাট-চকবাজার-আন্দরকিল্লা-নিউমার্কেট)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

উস্তাদ সোলো গর লামাই দি
(ওস্তাদ গাড়ি স্লো করেন, নামায়ে দেই)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

দুরু লাইমতু দ’না, ফিছে য না
(আরে নামতে দেন, পিছে যান)

হালুগাইট্ট্যে মুড়ির টিন
(কালুরঘ্যাইটা মুড়ির টিন)

যারগু যারগু যারগু যারগুই !
(যাচ্ছে যাচ্ছে যাচ্ছে !)

The End


Murir Tin Lyrics English Meaning :

Oh goodness Allah, our bus has left Kalurghaat
Been over an hour, still couldn’t reach Bohoddar Haat
The bus is kankling-dangling at a lousy turtle’s pace
Everyone is annoyed, but the driver couldn’t care less
Stuffing it with passengers, all seats are too close
Uncle coughs sitting straight, his chest ready to blow
And here I’m writing this song, sitting at the last row!
Bohoddarhaat-Chowkbazar-Andorkilla-New Market
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Come, come fast, just run and hop in
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Uff! Give me change, please!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Hey Ostaad Driver! Let’s drive forward!
All along this rutted road, it’s full of cracks and bumps
The bus falls in a pothole and you feel like throwing up
He steps on the brake in haste, with no socket-jumper shock-absorber
And all the riders get a hit, randomly here and there
Some would always gather at front, leaving rear rows
Some would ramble and huddle like groups of buffaloes
Uncle cries out, “Hey Driver! Just forward you go!”
And here I’m writing this song, sitting at the last row!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Bohoddarhaat-Chowkbazar-Andorkilla-New Market
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Hey bro! Don’t you lean on me!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Go to the rear! The backseats are empty!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Hey Ostaad Driver! Plastic sedan on your right!
Some hop up, some get down, Some commute, some ride around
When the bus stops the ride Some sneak in through left side
There’s no seat left Why curse me for that?
Why don’t you sit on my lap, And then pay just the half?
Uncle with the footlong beard. I’m so sorry!
I stepped on your foot, and got you so angry!
Forget everything, I’m from Sylhet, I swear!
Looks like you too are from Moulvibazar!
If you are on the wrong bus, you’re doomed in a strife
You trust one with the wheels, he plays with your life
The side passenger takes his paan and scattles over
Your life’s brake may fail, as if drowning in Surma river
Watch out, Ustaad Driver, mind that Plastic sedan!
Our life is indeed a Murir Tin, so fantastic!
A pitstop on the way? Our destiny at play!
You speed up for joy! An accident spoils the ploy!
Passengers getting on & off a dented old bus
The pickpocket behind your back lifts up a purse
A scuffle about the loose change keeps the helper busy
A clever rider dodges the fare and sneaks out easy-peasy
So many kinds of travelers, chasing so many goals
Some sit quietly while some would always brawl
That uncle cries again, “Hey Driver! Forward you go!”
And here I’m writing this song, sitting at the last row!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Bohoddarhaat-Chowkbazar-Andorkilla-New Market
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
How many more times you’ll look for fare!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Sorry man! I don’t accept damaged notes!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Make the way for ladies please! Please, man!
Hey! Take count of the passengers one by one
Still burping from that Chuijhal spicy curry
Make sure no one takes a free ride about
If you spot a crook, just push him right out
If I drive fast, they ask me to slow down
If the speed is right, they would still frown
So, should I just try to fly this bus around?
Along this Phultola to Sonapota route?
No time to shower or eat, no time for some rest
Once I’m on the wheels, I just don’t get a break
The broken roads, rushing riders,
rowdy bunch of kids I just can’t stand them all
The bus never stops, always driving fast
All four wheels spinning, stepping on the clutch
From one place to another, going on impulse
Dancing and driving and running off balance
Stuffing it with passengers, all seats are too close
There’s simply no leg space between these rows
Uncle coughs sitting straight, his chest ready to blow
And here I’m writing this song, sitting at the last row!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Hey! Ladies on board! Give them good seats!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Hey Mister! Why did you sit on a Ladies’ Seat?
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Make sure you collect the fare right!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Half Fare’? You’re a grownup big man!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Bohoddarhaat-Chowkbazar-Andorkilla-New Market
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Hey Ustaad! Slow down! Someone’s getting off
Murir Tin Old rusty local bus from Kalurghaat!
Hey! Let him get down. You back up!
Murir Tin Old rusty local bus from Kalurghaat!


How can I download This Song ?

You can download This Song from Youtube, JioSaavn, Apple Music, Amazon Music, Spotify, Wynk, Hungama Music and Other Music App

We offer the lyrics in both Bengali and English, so please let us know which language you would prefer..Tell us your opinion about the song in the comment section.

Coke Studio Bangla is a television series which is the Bangladeshi instalment of the Coke Studio franchise which features studio-recorded music performances by established and emerging Bangladeshi artists.

কোক স্টুডিও বাংলা হলো একটি বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান এবং আন্তর্জাতিক সঙ্গীত ফ্র্যাঞ্চাইজি, যেখানে প্রতিষ্ঠিত এবং উদীয়মান শিল্পীরা স্টুডিওতে সঙ্গীত পরিবেশন করেন


Credits

ARTISTS Riad Hasan – Vocals Pollob Vai – Vocals Towfique Ahmed – Vocals Rubayat Rehman – Vocals Jannatul Firdous Akbar – Vocals Shanila Islam – Vocals Shuvendu Das Shuvo – Vocals, Mandolin Mithun Charka – Vocals, Percussions Maesha Marium – Harmonica Mohaimin Karim – Double Bass Kabil Mia – Trumpet Rahin Haider – Tenor Saxophone Sayonton Mangsang – Alto Saxophone Apurba Mufasa – Trombone Md. Mobarak Hossain – Percussion Pradyut Chatterjea – Piano & Synth Mazruq Islam (Nafi) – Drums Wadid Mahmood – Drums CREATIVE AGENCY: GREY ADVERTISING BANGLADESH LTD. Creative Producer: Syed Gousul Alam Shaon Project Lead: Jihad Bin Tahzeeb Creative Lead: Mehedi Hasan Ansari & Jaiyyanul Huq Strategy Lead: Bitop Das Gupta Art Lead: Ahsan Ullah Project Supervisor: Martuza Jalal Antick Art Supervisor: Mijan Islam Servicing & Digital: Farsina Rahman, Mahim Ahmed Khan Art: Alefun Naher, Al Nasir Copywriter: Kazuki Kunimoto Planning: Naimul Hoque, Nakibur Rahman VIDEO PRODUCTION: DOPE PRODUCTIONS PVT. LTD. Director: Krishnendu Chattopadhyay Director of Photography: Kamrul H. Khosru Co-Producer: Rumel Chowdhury Assistant Producer: Shibbir Ahmed Shawon Line Producer: Sobahan Naim Asst. Line Producer: Zannatul Zaman Eshi, Tamjid Tonmoy Cinematographers: Ishtiaque Hossain Pablo, Abdul Mamun, Shohag Chowdhury, Tanveer Ahmed Shovon, Anik Rahman Team Co-ordinator: Qazi Rahat Chief Assistant Director: Sreejan Halder Assistant Directors: Tarek Mahmud Shumon, Nahian khan, Azeezul Hakim Zarif, Biplob Yousuf Set Designer: Shadab Zafar Art Director: Razim Ahmed Asst. Art Director: Ashik Ali Jacky, Nazmul Hoque Chowdhury Munna Art Assistant: Talukder Shad Uddin Art boy: Md. Abdul Ohab, Md. Arif Howladar, Nayem, Arif Artist Appearance Team (Costume, Styling, Hair & Makeup): Nuzhat Khan, Didarul Dipu, Nusrat Srabony Wardrobe: MV (Riad)- Error Female BV & House Band: KlubHause Sunglasses: Biskut Factory Makeover: Persona & Team Tarek Light Designer: Shailesh Kalwar Associate Light Designer: Ridwan Ahmed Light Gaffer: MD Faruq Hossain Artist Management Team Artist Co-ordinator: Troyee Islam Asst. Artist Co-ordinator: P. Joana Set Builder: Khorshed Alam Asst. Set Builder: MD. Mujib and Team Editor: Anis Masud Grade: Naveen Shetty Post-production Supervisor: Nazmul Ibne Azam Online Switching Team: Sharafat Prithu, Drohi R. & Sinjoy Saha. (Ecube Inc.) Online Edit: Rudro Tahsinn CGI: Studio Titok Jib Arm Operator: Juwel Ahmed Focus Puller: Md. Anayet Kabir, Md. Ajgor Ali, Rony Bawn, Mostafizur Rahman, Masum Ahmed & Shankar Chandra Pal Dop Assistant: Md. Nur Alom & Md. Sohag Ali Camera House: Timeline, T-Mark, Sandbag, World Media, Eight and Half, Pran Jib Arm: Jazz Multimedia Accounts Executive: Tanvir Rison Office Assistant: Supel Chakma Team Dope: Susmoy Sarkar, Jakaria Shomrat Production Team: Anowar Hossain, Miraz Bullet, Ishrafil Ahmed, Sanju Ahmed, Raju Miah, Shukkur Ahmed, Aslam Ahmed, Al Amin, MD Emon, Ebrahim Event team: Communicators Transport Service: Dx Dedar. TV Media Partner: Deepto Television (Kazi Media Limited) Telco Partner: Grameenphone Audio Streaming Partner: Spotify Sound Squad Live Audio Engineer: Zakir Hussain Recording Engineer: Victor Tiash Das Monitor & System Engineer: Shafayat Faisal Nahid Assistant: Jamal Hossain, Atikul islam Recording Assistant: Ifte Khairul Alam (Shuvo) Head of Audio: Faizan Rashid Ahmad (Buno) BTS: IBS Production Director & Producer – MD Ibrahim Shoikot Videographers – Hamim Ishtiaq, Mohammad Mehedi, Hossain Shamir Editors – Fahim Rahman, Abir H. Shafy Sound – Toisifor Rahman Eem Photographer ( BTS ) – Nishat Hossain


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

Added by

admin

SHARE

Comments are off this post

    error: Content is protected !!