INFORMATION
Sabita Chowdhury | সবিতা চৌধুরী একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা যিনি বলিউড চলচ্চিত্রের পাশাপাশি বাংলা গান গেয়েছেন। সলিল চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় এবং অন্তরা চৌধুরী তাদের মেয়ে।২০১২ সালের ২৮ জুন সাবিতা চৌধুরীর ফুসফুস ক্যান্সারের কারণে তিনি মারা যান। মৃত্যুর সময়ে তার বয়স ৭২ বছর ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন
সবিতা চৌধুরীর উল্লেখযোগ্য গান
- ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি
- হলুদ গাঁদার ফুল দে এনে দে
- মন ময়ুরী ছড়ালো পেখম
- লাগে দোল পাতায় পাতায়
- প্রজাপতি প্রজাপতি
- মিটি মিটি তারারা নীল নীল আকাশে
- কিছু কথা আছে শোনো
- এনে দে এনে দে ঝুমকা
- সুরের এই ঝর ঝর ঝর্ণা
- আঁধারে লেখে গান
- ‘বৌ কথা কউ’ বলে পাখি আর ডাকিসনা
- গুরু গুরু মেঘের মন্দ্রবাহারে
- ঘুম আয়, ঘুম আয়, আয় ঘুম আয় রে
- মার ঝাড়ু মার ঝাড়ু মেরে (ছবি – মর্জিনা আব্দুল্লা, সঙ্গে অনুপ ঘোষাল)
- সুনয়নী, সুনয়নী (লোকগীতি, সঙ্গে নির্মলেন্দু চৌধুরী)
- নাম শকুন্তলা তার (ছবি – শ্রীকান্তের উইল, সঙ্গে যেশুদাস)
- ডেকো না মোরে, ডেকো না গো আর (ছবি – লাল পাথর, সঙ্গে শ্যামল মিত্র)