INFORMATION
Artist Birtday : | 25/01/1958 (Age 65) |
Born In : | দিল্লি / New Delhi |
Occupation(s) : | Playback singer |
কবিতা কৃষ্ণমূর্তি যিনি কবিতা কৃষ্ণমূর্তি সুব্রামানিয়াম নামেও পরিচিত, ১৯৫৮ সালের ২৫’শে জানুয়ারিতে জন্মগ্রহণ ,।জন্মের সময় এনার নাম ছিল সারদা কৃষ্ণমূর্তি ।কবিতা কৃষ্ণমূর্তি একজন জনপ্রিয় ভারতীয় সংগীত শিল্পী। তিনি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় গান করেছেন। বিশেষ করে শাস্ত্রীয় সংগীতে তিনি অসামান্য অবদান রেখেছেন। এছাড়াও বিভিন্ন চলচ্চিত্রে তিনি গান করেছেন। বিখ্যাত সংগীত পরিচালকদের মধ্যে এ আর রহমান, আর ডি বর্মন প্রমূখের সাথে তিনি কাজ করেছেন।
তিনি চার বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। সংগীতে তার অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে ২০০৬ সালে পদ্মশ্রী উপাধী তে ভূষিত করেন।