INFORMATION
Kabir Suman | কবির সুমন
কবির সুমনের জন্ম ১৬মার্চ ১৯৪৯ ইনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, গায়ক, সুরকার, রাজনীতিবিদ এবং প্রাক্তন সাংবাদিক।আধুনিক বাংলা গানের কথায় জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে কবির সুমনের প্রতিটি গানে। জীবনমুখী বাংলা গানের অন্যতম প্রবক্তা তিনি।হয়েছিলেন।জন্মসূত্রে হিন্দু হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণ করায় তিনি সুমন চট্টোপাধ্যায় থেকে তার নাম পরিবর্তন করে কবির সুমন রাখেন।মে ২০০৯থেকে .২০১৪পর্যন্ত, তিনি ১৫ তম লোকসভায় ভারতের সংসদ সদস্য ছিলেন, কলকাতার যাদবপুর কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত
Kabir Suman was born on March 16, 1949. He is an Indian music director, lyricist, singer, composer, politician and former journalist. Every song of Kabir Suman reflects life in the words of modern Bengali songs. He was one of the exponents of life-oriented Bengali music. Despite being a Hindu by birth, he converted to Islam and changed his name from Suman Chattopadhyay to Kabir Suman. From May 2009 to 2014, he was a Member of Parliament in the 15th Lok Sabha, representing the All India Trinamool Congress from Jadavpur constituency in Kolkata.