Haimanti Sukla | হৈমন্তী শুক্লা

INFORMATION

Haimanti Sukla | হৈমন্তী শুক্লা

হৈমন্তী শুক্লা একজন বাঙালি গায়িকা। তার পরিবার ছিলহিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের অনুসারী এবং এটি তাকে একজন ক্লাসিকালি প্রশিক্ষিতা গায়িকাতে পরিণত হতে সাহায্য করেছিল। ১৯৭২ সালে তার প্রথম রেকর্ড করা গানটি ছিল এতো কান্না নয় আমার।১৯৮৬-৮৭ এ পণ্ডিত রবিশঙ্করএর সুরে বাংলা গান করেন। বলিউডের চলচ্চিত্রে তার গাওয়া একটি জনপ্রিয় গান হল ” কঁহা সে আয়া বদরা”।

ARTIST PHOTO

error: Content is protected !!