INFORMATION
Artist Birtday : | 08/09/1933(Age 92) |
Born In : | সঙ্গলি / Sangli |
Occupation(s) : | গায়িকা, নেপথ্য কণ্ঠশিল্পী |
আশা ভোঁসলে আশা ভোঁস্লে জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৩৩) একজন বিখ্যাত ভারতীয় গায়িকা।ইনি ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে একজন। ১৯৪৩ সাল থেকে আরম্ভ করে তিনি ষাট বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন। তিনি তার সঙ্গীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করেন। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।