INFORMATION
Alka Yagnik |অলকা ইয়াগনিক
(জন্ম: ২০ মার্চ ১৯৬৬) একজন ভারতীয় নেপথ্য গায়িকা। তিনি প্রায় ১০০০ ভারতীয় চলচ্চিত্রে গান গেয়েছেন এবং প্রায় ২০০০ গান গেয়েছেন বিভিন্ন ভাষায়। তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান ৭ বার। ২ বার তিনি সম্মানজনক জাতীয় ফিল্ম এওয়ার্ডস পান। তাছাড়া তিনি আরও অনেক সংগীত পুরস্কারে ভূষিত হন। তাকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ গায়িকার জন্য রেকর্ড পরিমাণ ৩৫ বার মনোনয়ন করা হয়েছিল।