কিশোর কুমার নেই, আবার আছেনও। আমাদের হৃদয়ে একটি বিশিষ্ট আসন তো তাঁর জন্যেই চিরকাল রাখা আছে। আট থেকে আশি আজও মাতে তাঁর গান শুনে। 

১৯৮০ সালে কিশোর কুমার এইচ এম ভি ছেড়ে মেগাফোন থেকে প্রকাশ করেন পূজোর গান। হেমন্ত মুখোপাধ্যায় তখন অসুস্থ, তবুও কিশোরের কথায় রাজি হয়ে যান গানগুলির সুর দিতে। বের হয় সেই বিখ্যাত রেকর্ড, ‘যাতে ছিল আমার পূজার ফুল’ | ‘কেন রে তুই চড়লি ওরে’ | ‘সে যেন আমার পাশে’ আরচোখের জলের হয় না কোনো রঙ’ এর মত সব গান। মেগাফোনের সাথে কিশোরের সম্পর্কের সেই শুরু।

amar pujar phool lp cover

 

 


আমার পূজার ফুল রেকর্ড (Aamar Poojar Phul)

 

 

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE