Happy New Year 2022 Wish In Bengali

Happy New Year Messages In Bengali. Happy New Year Status 2022 In Bengali. Happy New Year 2022 WhatsApp Status In Bengali.
নতুন বছর ২০২২ এর শুভেচ্ছা জানানোর মেসেজ, ফটো, স্টেটাস এর কালেকশন। শুভ নববর্ষ ২০২২ এর শুভেচ্ছা জানানোর ছবি।

Happy New Year Greetings In Bengali:

1. নতুন বছর নিয়ে আসুক তোমার জীবনে আনন্দ, ঘুচে যাক দুঃখের অতীতের স্মৃতি। এক সুস্থ, স্বচ্ছল জীবন উপহার দিক এই নতুন বছর ২০২২।
Happy New Year Greetings In Bengali Photo 1

2. স্বপ্ন পূরণের সাক্ষী হোক এই নতুন বছর। যা কিছু পাওয়া হয়নি, সেগুলো ধরা দিক হাতের মুঠোয়। ইচ্ছাশক্তি আর জেদের কাছে হার মানুক কঠিন বাস্তব। নতুন বছর উপহার দিক তোমার জীবনের সেরা কিছু সময়। হ্যাপি নিউ ইয়ার ২০২২।
3. পুরনো বছর যা কিছু কেড়ে নিয়েছে তোমার থেকে, সেগুলো আর ফিরে পাওয়া না গেলেও, এই নতুন বছর যেন তোমাকে হাসিখুশি হয়ে বাঁচার একটা স্পন্দন জোগায়, সেই কামনাই করি। ২০২২ খুব ভালো কাটুক তোমার।
Happy New Year Greetings In Bengali Picture 2

4. সূর্যের মতো আলো ছড়িয়ে আসুক বছরের প্রথম দিন। ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন। এলোমেলো, অগোছালো থেকে হয়ে ওঠো পরিপাটি। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলো তুমি। হ্যাপি নিউ ইয়ার ২০২২।

Happy New Year Message In Bengali:

5. যে কথাগুলো এতদিন জমিয়ে রেখেছিল, কোন এক কারণে বলা হয়ে ওঠেনি, সেই কথাগুলো এই নতুন বছরে বলে দাও। যে কাজগুলো করবে বলেও, করতে পারোনি, সেগুলো করার লক্ষ্য নাও। ২০২২ হয়ে উঠুক সুখময়।
6. চেনা জীবন যখন অচেনা লাগে, নিজের তুমিটা তখন অজস্র প্রশ্নের মুখোমুখি। আর ঠিক তখনই আলাদীনের প্রদীপ হাতে তোমার ভাগ্যের চাকা ঘোরাতে নতুন বছর ২০২২ এসে হাজির তোমার চৌকাঠে। হ্যাপি নিউ ইয়ার ২০২২।

7. যারা বলেছিল তুমি হেরে যাবে, যারা বলেছিল তুমি শেষ…তাদেরকে প্রমাণ করার কিছুই নেই। নিজের সাথেই হোক নিজের লড়াই। পুরনো বছর তুমি যতবার হেরেছো, এই নতুন বছরে তার থেকে বেশি বার জেতার প্রস্তুতি নাও। অনেক অনেক শুভেচ্ছা রইলো নতুন বছরের। ২০২২ হয়ে উঠুক এক স্মরণীয় অধ্যায় তোমার জীবনের।

Happy New Year 2022 Quotes In Bengali:

8. খারাপ খবরটা হল যে সময় উড়ে চলে যায়, কিন্তু ভাল খবরটা হল যে তুমি হলে পাইলট। তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাও এই নতুন বছরে।

9. তোমার অতীত যতটাই বিষাদময় হোক, তুমি সব সময় তা পুনরায় নতুনভাবে শুরু করতে পারো। আর সেটা এই নতুন বছরেই করার অঙ্গীকার নাও। ২০২২ খুলে দিক এক নতুন দিগন্ত।

10. ভুল করা মানুষের ধর্ম। ভুল থেকে শিক্ষা নাও। যে ভুলগুলো পুরনো বছরে করেছিলে, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে এক নতুন তুমিকে আবিষ্কার করো।

Happy New Year Wishes For Girlfriend In Bengali:

11. প্রিয়তমা, তোমার জীবনে একটা আমির প্রয়োজন। এই নতুন বছরে সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমি প্রস্তুত। তোমার পরিবার মেনে নিলে, ২০২২ হয়ে উঠবে তোমার আমার জীবনের এক গুরুত্বপূর্ণ বছর। দুজনের কাছেই এই নতুন বছর ভালো থাকার, ভালো রাখার বছর হয়ে উঠুক।

12. যেভাবে তুমি আমাকে চেয়েছিলে, সেভাবে আমি নিজেকে গড়তে পারিনি। নতুন বছর আসা মানেই জীবন খাতার পরমায়ু এক বছর কমে যাওয়া। এই নতুন বছরেও তুমি আমার নাইবা হলে, আমি কিন্তু সবসময়ই তোমার। ২০২২ খুব ভালো কাটুক
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE