LYRIC
Rakta Golap Makhiye Niye Lyrics | রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে
Song: Rakta Golap Makhiye Niye
রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে
Album: Nayan Moni
Singer: Bapi Lahiri
Music: Bapi Lahiri
Lyrics: Pulak Bandhyapadhya
Rakta Golap Makhiye Niye Lyrics in Bengali :
রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরের চন্দনে..
অঞ্জলি আজ দিলাম বীণাপাণির চরণে
মাগো গ্রহণ করো
রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরের চন্দনে…..
অঞ্জলি আজ দিলাম বীণাপাণির চরণে…
মাগো গ্রহণ করো
কন্ঠ আমার রুদ্ধ ওরা করতে পারেনি ….
বাধার প্রাচীর দিয়ে আমায় ধরতে পারেনি…….
বিরুপ তুমি হয়ো না আমার এরি কারণে……
অঞ্জলি আজ দিলাম বীণাপাণির চরণে
মাগো গ্রহণ করো
রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরের চন্দনে …..
অঞ্জলি আজ দিলাম বীণাপাণির চরণে
মাগো গ্রহণ করো
তোমার সুরের আশীর্বাদে একটু করুনাই…..
অশ্রু ঝরে আঘাত শপে মনে যে গেয়ে যায় ….
গান ছাড়া তো কিছুই আমি চাইনা জীবনে……….
অঞ্জলি আজ দিলাম বীণাপাণির চরণে..
মাগো গ্রহণ করো
রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে সুরের চন্দনে……..
অঞ্জলি আজ দিলাম বীণাপাণির চরণে
মাগো গ্রহণ করো
Comments are off this post