LYRIC

Aaj Hridaye Bhalobese Lyrics | আজ হৃদ​য়ে ভালোবেসে

Song: Aaj Hridaye Bhalobese 
আজ হৃদয়ে ভালোবেসে Artiste: Kishore Kumar/Lata Mangeshkar
Music Director: S.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Film: Aradhana



Aaj Hridaye Bhalobese Lyrics in Bengali :

এহে….. এহে……. আহা, হুম ..হু্ম ,হুম ..হু্ম আহা………
আহা………হা… হা….. আহা  …..হুম ..হু্ম

আজ হৃদ​য়ে ভালোবেসে ,বেসে… বেসে….
লিখে দিলে নাম তুমি এসে,এসে…এসে….
আজ হৃদ​য়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে নদী মেশে
ভরে দিলে মন তুমি এসে

শেষ না হ​য় আবেশ মন সেই তো চায়
নিশিদিন স্বপ্ন মোর দেখে শুধুই যায়
শেষ না হ​য় আবেশ মন সেই তো চায়….
নিশিদিন স্বপ্ন মোর দেখে শুধুই যায়
ন​য়ন চায় যারে পায় তারে এ আঁধারে
শোনো জীবনে বধূর বেশে লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে নদী মেশে… ভরে দিলে মন তুমি এসে

কতো যে আলো ভরা সুদূর গগনে…
আজ এলে কাছে ওগো এ শুভ লগনে
কতো যে আলো ভরা সুদূর গগনে
আজ এলে কাছে ওগো এ শুভ লগনে
সুর যে ডাকে অনুরাগে দোলা লাগে…..
যায় দূরে মোর এ মন ভেসে
ম​য়ূরপঙ্খীতে যে দূর দেশে
আজ হৃদয়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি এসে

মিলন পিয়াসে চেয়েছি ও মন যে
সে তো মোর সাধনাতে পেয়েছি ও মন যে
হো….মিলন পিয়াসে চেয়েছি ও মন যে
সে তো মোর সাধনাতে পেয়েছি ও মন যে
আঁখি আঁখি পাতে মধুরাতে একসাথে
ডেকে নাও কাছে তুমি হেসে .. মন নাও আরো কাছে এসে
আজ হৃদ​য়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে
আ আ আ আ …….
হোহো……….
আ আ আ আ……..

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post