Michael Vidyasagar Sangbad Lyrics / মাইকেল বিদ্যাসাগর সংবাদ
এই গানটির প্রেক্ষাপট

এটা গান নয়, ইতিহাস। বাংলার চিরস্মরণীয় দুজন মানুষের সম্পর্কের কথা কি অপূর্ব ভাবে গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে ।
অন্য কেউ তেমন ভাবে না বুঝলেও বিদ্যাসাগর মহাশয় মাইকেল মধসূদন দত্তের প্রতিভাকে খুব ভালো ভাবে বুঝেছিলেন।

মাইকেল মধসূদন দত্ত যখন বিদেশে ব্যারিস্টারি পড়তে যান তখন অনেকেই তাকে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন , কিন্তু কেউ কথা রাখেন নি,পাশে পান নি কাওকে। কিন্তু দয়ার সাগর বিদ্যাসাগর মহাশয় যথেষ্ট অর্থ দিয়ে তাঁকে সাহায্য করেন। সেই বিপদের দিনে মাইকেল মধসূদন দত্ত  পাশে পেয়েছিলেন একমাত্র বন্ধু দয়ার সাগর কেই।

মাইকেল মধসূদন দত্ত   বিদ্যাসাগরের কাছ থেকে অর্থ সাহায্য নিয়েই চলেছেন , একটা সময় বিদ্যাসাগর বলছিলেন যে এ ভাবে তিনি আর খুব বেশী দিন চালাতে পারবেন না,কারণ টাকা তো আর বিদ্যাসাগরের নিজের নয় ,তিনি বিভিন্ন লোকের থেকে টাকা ধার নিয়ে মাইকেল কে পাঠান ,সেই টাকা শোধ করার জায়গায় সংশয় তৈরী হয়।

মাইকেল মধসূদন দত্ত  কিন্তু নিজের সম্পত্তি বিক্রি করে বিদ্যাসাগরের সমস্ত দেনা শোধ করে দিয়েছিলেন।

মাইকেল:
সুদূর বিদেশে পড়ে আছি আমি
জীবন কি তবে ব্যর্থ,
সুদূর বিদেশে পড়ে আছি আমি
জীবন কি তবে ব্যর্থ,………………

সম্পূর্ন লিরিক্স পড়ুন

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE