LYRIC

Bajlo Tomar Alor Benu Lyrics | বাজলো তোমার আলোর বেণু

Bajlo Tomar Aalor Benu lyrics in Bengali is sung by Supriti Ghosh . Lyrics penned by Bani Kumar and music of বাজলো তোমার আলোর বেণু composed by Pankaj Kumar Mullick Music Label: Saregama India Ltd.

[ez-toc]

মহিষাসুরমর্দ্দিনী

মহিষাসুরমর্দ্দিনী (অর্থাৎ মহিষাসুরকে দমনকারী) হল আকাশবাণী থেকে সম্প্রচারিত একটি জনপ্রিয় বাংলা প্রভাতী বেতার অনুষ্ঠান। দেড় ঘণ্টার এই অনুষ্ঠানে রয়েছে শ্রীশ্রীচণ্ডী বা দুর্গা সপ্তশতী থেকে গৃহীত দেবী চণ্ডীর স্তোত্র বা চণ্ডীপাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সংগীত এবং পৌরাণিক কাহিনির নাট্যরূপ। প্রথমদিকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হত, কিন্তু ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে রেকর্ড করা পূর্বের অনুষ্ঠানই শোনানো হয়। ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রতিবছর মহালয়ার দিন সম্প্রচারিত হয়ে আসছে, যা ভারতের বেতার ইতিহাসে দীর্ঘতমকাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, এত বছর পর আজও এর জনপ্রিয়তা তথা মহিমায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

বাজলো তোমার আলোর বেণু গান টি মূল অনুষ্ঠান (মহিষাসুরমর্দ্দিনী) থেকে নেওয়া হয়েছে।

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খ্যাত মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ সহ এখানে দেখুন

Song Credit: Song: Bajlo Tomar Aalor Benu
বাজলো তোমার আলোর বেণু
Artist: Supriti Ghosh
Music Director: Pankaj Kumar Mullick
Lyricist: Bani Kumar
Label:: Saregama India Ltd 

[ez-toc]


See the music video on the YouTube channel for your reference


Bajlo Tomar Alor Benu Lyrics In Bengali

বাজলো তোমার আলোর বেণু
মাতলো যে ভুবন
বাজলো তোমার আলোর বেণু

আজ প্রভাতে সে সুর শুনে
খুলে দিনু মন….
বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু

অন্তরে যা…. লুকিয়ে রাজে
অরুণ বীণায় সে সুর বাজে
এই আনন্দ যজ্ঞে
সবার…. মধুর আমন্ত্রণ

মাতলো যে ভুবন
বাজলো তোমার আলোর বেণু

আজ সমীরণ আলোয় পাগল
নবীন সুরের বীনায়
আজ শরতের আকাশ বীণায়
গানের মালা বিলায় ….

তোমায় হারা… জীবন মম
তোমারই আলোয় নিরুপম….
ভোরের পাখি …ওঠে গাহি…
তোমারই বন্দন

মাতলো যে ভুবন
বাজলো তোমার আলোর বেণু


Bajlo Tomar Alor Benu Lyrics In English

Bajlo Tomar Alor Benu
Matlo Je Bhubon
Bajlo Tomar Alor Benu

Aaj Probhate Se Suro Shune
Khule Dinu Mon…
Bajlo, Bajlo,
Bajlo Tomar Alor Benu

Antare Ja… Lukiye Raje
Aruno Binar Se Sur Baje
Ei Anando Jogge
Sobar Modhuro Amontron

Matlo Je Bhubon
Bajlo Tomar Alor Benu

Aj Samiron Aaloy Pagol
Nabino Shurero Lilay
Aaj Shorote Akasho Binay
Ganero Mala Bilay

Tomay Hara …Jibono Mamo
Tomari Aloy Nirupom
Bhorero Pakhi Uthe Gahi
Tomari Bondon

Matlo Je Bhubon
Bajlo Tomar Alor Benu


মহিষাসুরমর্দ্দিনীর অন্যান্ন গান

১। যা চণ্ডী – সমবেতকণ্ঠে
২। সিংহস্থা শশিশেখরা  – সমবেতকণ্ঠে
৩। বাজল তোমার আলোর বেণু – সুপ্রীতি ঘোষ
৪। জাগো দুর্গা দশপ্রহরণধারিণী – দ্বিজেন মুখোপাধ্যায়
৫। ওগো তোমার আগমনীর আলো – শিপ্রা বোস
৬। তব অচিন্ত্য – মানবেন্দ্র মুখোপাধ্যায়
৭। অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহম্‌ – সমবেতকণ্ঠে
৮। অখিল বিমানে – কৃষ্ণা দাশগুপ্ত
৯। জয়ন্তী মঙ্গলা কালী  – সমবেতকণ্ঠে
১০।শুভ্র শঙ্খরবেশ্যামল মিত্র, অসীমা ভট্টাচার্য্য, আরতি  মুখোপাধ্যায় ও অন্যান্য
১১।জটাজূটসমাযুক্তামর্ধেন্দুকৃতশেখরাম্‌  – সমবেতকণ্ঠে.
১২।নমো চণ্ডী – বিমল ভূষণ
১৩। মাগো, তব বীণে সঙ্গীত  – সুমিত্রা সেন
১৪। বিমানে বিমানে – সন্ধ্যা মুখোপাধ্যায়
১৫।জয় জয় হে মহিষাসুরমর্দিনি – সমবেতকণ্ঠে.
১৬।হে চিন্ময়ী – তরুণ ব্যানার্জ্জী
১৭।অমল কিরণে  – প্রতিমা ব্যানার্জ্জী
১৮।রূপং দেহি জয়ং দেহি  – পঙ্কজ কুমার মল্লিক ও অন্যান্য
১৯।শান্তি দিলে ভরিউৎপলা সেন

***এই গান গুলি বাঙালির আবেগের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে***

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র খ্যাত মহালয়ার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানের সম্পূর্ণ লিপি, সংস্কৃত শ্লোকের বঙ্গানুবাদ সহ এখানে দেখুন


Related Question Of this Song

1. Who is the music director of the song?
2. Who is/are the singer/singers of the song?
3. Who is the composer of the song?
4. Who is the lyricist of the song?
5. What is the movie Name/Album Name of the song?
6. Who is the writer of the song?


[su_quote]If you find any mistakes in the lyrics, please comment to us so we can correct them[/su_quote]

As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.
As an Amazon Associate, I earn from qualifying purchases at no extra cost to you.

Added by

admin

SHARE

Comments are off this post